
ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসন চালানোর জন্য ১৫ সদস্যের একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিশরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ১৫ সদস্যের এই নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনোনীত হয়েছেন পশ্চিম তীরের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। তবে কমিটির অন্যান্য সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, গাজার এই নতুন টেকনোক্র্যাট সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাথের নেতৃত্বাধীন ‘দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’কে সমর্থন জানান।
ট্রাম্প লিখেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধিদের সহায়তায় কাজ করবে।
গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্কও জানিয়েছে যে নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে এবং এর নেতৃত্বে থাকবেন আলী আবদেল হামিদ শাথ। তিনি পূর্বে প্যালেস্টাইনি অথরিটির নেতৃত্বাধীন সরকারের উপ-পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে টেকনোক্র্যাট কমিটির ঘোষণার পর ‘শান্তি পরিষদ’ বা ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, টেকনোক্র্যাট সরকার এই ‘বোর্ড অব পিস’-এর তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প নিজেই আলোচ্য পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
পোস্টে ট্রাম্প লিখেন, “এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।”
তিনি আরও দাবি করেন, “এটি হবে যেকোনো সময় গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ পরিষদ।”