মোঃ আবুল হাসেম, উপজেলা প্রতিনিধি
প্রতি মাসের মতো, এই মাসেও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় ১০টি গ্রামে স্বপ্নসারথিদের নিয়ে সেশন অনুষ্ঠিত হয়েছে। এবারের সেশনের নাম ছিল “আয়-ব্যয় সম্পর্কে জানি, নিজের জীবন গড়ি”।
১৩ জানুয়ারি, ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর গ্রামে অনুষ্ঠিত এই সেশনে কিশোরীরা “নিজেকে জানি, জীবন গড়ি” এবং “আয় বুঝে ব্যায় করি” বিষয় নিয়ে আলোচনা করেছে। সেশনে কিশোরীরা আয়, ব্যায়, আর্থিক ব্যবস্থাপনা, বাজেটিং, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ সম্পর্কে ধারণা লাভ করে।
উক্ত সেশনটি পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার অফিসার সেলপ হোসনেআরা পারভীন। উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মো: সাজ্জাদুজ্জামান চৌধুরী, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মো: সেলিম রেজা, জেলা ব্যবস্থাপক সেলপ বিদ্যুৎ কুমার নন্দী।
সেশন শেষে, স্বপ্নসারথি সেশনে অংশ নেওয়া কিশোরী আইরিন, ফাহিমা, উষনাই জানায় যে তাদের ভালো ঘর হতে বিয়ের প্রস্তাব আসলেও তারা ১৮ বছর বয়সের পূর্বে বিয়ে করবে না। কিশোরীরা বলেন, এই সেশনটি তাদের জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে।