মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী মহানগরীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে নগরীর বাটার মোড়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দলীয় কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের সঞ্চালনায় উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা।
উদ্বোধনীতে বক্তারা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রদল গঠনের গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরেন। সেইসাথে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে বাটার মোড় থেকে নেতৃবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক কাজল ও সদস্য সচিব মিলন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক ও সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিনসহ ছাত্রদলের বিভিন্ন থানা, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীরা