কামাল হাছান, নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালিতে দীর্ঘদিন ধরে অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় যানবাহন চালক ও বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, খোজাখালি-পুলেরহাট সড়কের ১৬৫০ মিটার অংশে সিসি ঢালাই নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর আওতায় ১ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২০ সালে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ। তবে প্রতিষ্ঠানটি মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ করে বাকিটুকু অসম্পূর্ণ রেখেই কাজ বন্ধ করে দেয়। এর ফলে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, কাজ সম্পূর্ণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের সিংহভাগ বিল তুলে নিয়েছে। চলতি বছরের ৩০ জানুয়ারি এবং মার্চ মাসে নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক চিঠি পাঠানো হলেও প্রতিষ্ঠানটি কাজ শুরু করেনি।
উল্লেখ্য, প্রতিদিন এ সড়কে দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। এর আগে সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন অনুষ্ঠিত হলেও কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ, ভ্যান ও ইজিবাইক চালকদের পাশাপাশি বিক্ষুব্ধ এলাকাবাসী মিলেই আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।