দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে সুখবর পেলেন ইন্টার্ন চিকিৎসকরা। সরকার এপ্রিল মাস থেকে তাদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।
সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে অব্যয়িত অর্থ ব্যবহার করে ভর্তিকৃত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। ফলে অতিরিক্ত ৩১ কোটি ৮০ লাখ টাকা স্বাস্থ্য অধিদফতরের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। এ বর্ধিত হার ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক দিক বিবেচনায় ৪ দফা দাবিতে যৌথ আন্দোলন করছিলেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির মধ্যে ছিল ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা।
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
এছাড়াও তাদের দাবির মধ্যে ছিল:
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে তারা বাকি দাবিগুলোও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন