
মো: সৌরব, বেতাগী প্রতিনিধি:
হোসনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়, পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন।
বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। বক্তারা দেশনেত্রীর দেখানো পথে গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।