
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, পৌর ও উপজেলা যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার সুনামগঞ্জ-৩ আসনের ভোটার ও দেশের-বিদেশের নাগরিকদের শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, কয়ছর এম আহমেদ একজন পরীক্ষিত নেতা এবং তার নেতৃত্বে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।