
স্টাফ রিপোর্টার: মো: রবিউল ইসলাম
বগুড়ার শেরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সঙ্গে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, শেরপুর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুধীজন এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। সভায় বক্তারা মাদক বিস্তার, অবৈধ মাটিকাটা, মহাসড়ক দখল, সারের সংকট ও জনভোগান্তি মতো চলমান সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের কঠোর নজরদারি ও স্থানীয় সহযোগিতার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, এনসিপি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর বিএনপি ও ইটভাটা মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভা শেষে ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ শেরপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।