
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন খবির ব্যাপারি। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন হাফেজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান হোসেন (সাজু) মোল্লা, পাচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বকুল ঢালী, কোহিনুর চেয়ারম্যান, শিশু সরদার ও বিনেয়ামিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুদ ব্যাপারি, শান ঢালী, জুলহাস শিকদার, সরোয়ার মাদবর, রতন শিকদার, মিজু ব্যাপারি, আলতাফ ব্যাপারি, মান্নান আকন ও মোতাহার হোসেন ব্যাপারি। বক্তারা বলেন, কামাল জামান মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে তার ভূমিকা প্রশংসনীয়। তাই আসন্ন নির্বাচনে পাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে সংসদে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে যখন অনেক নেতা আত্মগোপনে ছিলেন, তখনও হামলা-মামলা উপেক্ষা করে কামাল জামান মোল্লা মাঠে সক্রিয় ছিলেন, যা অন্য নেতাদের মধ্যে খুব কমই দেখা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন,
“আমি আপনাদেরই সন্তান। আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রকৃত মনোনয়ন। দল আমাকে একসময় যোগ্য মনে করে মনোনয়ন দিলেও কিছু কুচক্রী মহলের চক্রান্তে তা ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনের কাছে কোনো মনোনয়নেরই মূল্য নেই।”
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।