
আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের যুব সমাজের জন্য এক অনুকরণীয় আদর্শ। সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠার প্রশ্নে তিনি কোনো আপোষ করেননি। নিজের জীবনের বিনিময়ে তিনি আমাদের সাম্য ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রেরণা দিয়ে গেছেন।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ অনুসরণ করেই বৈষম্যমুক্ত ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জাতির হৃদয় থেকে কখনো শহীদ ওসমান হাদির স্মৃতি মুছে যাবে না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাদারহুড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর সরদার কোহিনুর রহমান, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহসহ উপজেলা জামায়াত ও স্থানীয় নেতৃবৃন্দ, যুব বিভাগের নেতাকর্মী, ব্রাদারহুড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৬ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় Victorious Eleven-কে পরাজিত করে জয় লাভ করে JSRM Warriors।