সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
বগুড়া, ১৬ জুলাই, ২০২৪: র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক মাজার রোড থেকে মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কমান্ডার মীর মনির হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৩ জুন রাত ৯.৩০টার সময় আদমদীঘি থানার কোয়াকুঞ্চ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অজ্ঞাত কিছু ব্যক্তি চুরাই মোটরসাইকেল কেনা-বেচা করছে বলে গোপন সংবাদ পেয়ে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে একজন আসামীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই আসামী আরও তিনজনের নাম জানায়। এরপর ১৪ জুন আদমদীঘি থানায় একটি মামলা নম্বর ১০ রুজু করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-১২ বগুড়া গোয়েন্দা তৎপরতা শুরু করে।
১৫ জুলাই রাত ১০টার সময় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক মাজার রোড থেকে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য **মোঃ শামীম (৩৩)**কে আটক করা হয়।
গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।