
মুহা. কাওসার আলী | গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি |
২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য ও রহনপুর পৌর মেয়র পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা আমীর মুহা. ইমামুল হুদা, রহনপুর পৌর আমীর মুহা. মুনিরুজ্জামান ডাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২০০৬ সালের পল্টনের শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।”