
মিনহাজ উদ্দীন আলীকদম উপজেলা প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কালিয়াছড়ায় বড় দিন উপলক্ষে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ২০২৫-২৬ সালের ১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা অনুষ্ঠিত হয় সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ইং।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম সুজা উদ্দিন সুজা, ৩০০ নং আসনের এমপি প্রার্থী, এনসিপি, বান্দরবান জেলা। উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মো. ইসমাইল হাসান, চ্যানেল আই প্রতিনিধি, বান্দরবান জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মংসাপ্রু চৌধুরী, আহ্বায়ক, এনসিপি, বান্দরবান জেলা
আনোয়ারুল ইসলাম মামুন, সদস্য সচিব, বান্দরবান জেলার ছাত্রদল
আলী হায়দার রাব্বি, আহ্বায়ক, এনসিপি, আলীকদম উপজেলা
নয়ন এিপুরা কারবারি, নয়ন কারবারি পাড়া, কালিয়াছড়া
সাথীরাম এিপুরা, কারবারি, সাথীরাম পাড়া, কালিয়াছড়া
অভিরাম এিপুরা, সাবেক মেম্বার, ১ নং ওয়ার্ড, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদ
জিরা এিপুরা, কারবারি, জিরা কারবারি পাড়া, কালিয়াছড়া
এছাড়া খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার মানুষ, খেলা-প্রেমিক জনতা, বান্দরবান জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।