হবিগঞ্জ জেলা প্রতিনিধি
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। আজ সোমবার দুপুরে ওই বিরোধ ফের মাথাচাড়া দিয়ে ওঠে, এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করলে পুলিশ চার রাউন্ড টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং আজ তা সংঘর্ষে রূপ নেয়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে হাতাহাতির একটি ঘটনা ঘটেছিল, যার পর স্থানীয় মুরুব্বিরা মীমাংসার চেষ্টা চালাচ্ছিলেন। তবে তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
গ্রাম্য আধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ নতুন নয় বলে জানিয়েছে স্থানীয়রা।