
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৩২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম-এর নেতৃত্বে রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার সদর ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা বাজার এলাকার খামার গ্রামের বাসিন্দা সাজেদুল হকের ছেলে শাহীন আলম (২৬) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন আলম মাদক সংরক্ষণের বিষয়টি স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যমতে নিজ বসতবাড়ির একটি কক্ষের ছাদের ওপর লুকিয়ে রাখা অবস্থায় ভারতীয় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
বর্তমানে গ্রেফতারকৃত মাদককারবারী ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে। পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন ধারাবাহিক অভিযানের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।