
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত এক দোয়া অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য বিকৃতভাবে প্রচার ও ভিন্ন খাতে ব্যবহারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১১ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করে খণ্ডিত আকারে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
তিনি স্পষ্টভাবে বলেন, “আমি কখনো ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দিইনি। আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজে একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল। তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সহযোগিতা কামনা করে তিনি বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।