
মোঃ মেহেদী হাসান ক্রাইম রিপোর্টার আমার সকাল২৪
ফরিদপুর (আমার সকাল ২৪) প্রতিনিধিঃ ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালি, আলফাডাঙ্গা) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনাব মোঃ খন্দকার নাসিরুল ইসলাম নাসির। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তাঁর নাম চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে তার প্রার্থিতা ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার পর নাসিরুল ইসলাম দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, “আমি সবসময় মাঠেই ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। ধানের শীষ নিয়ে আমি লড়তে প্রস্তুত।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি দ্বিতীয় ধাপে আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।