সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া।
বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলাম দয়া।
আজ রাত আনুমানিক ১০টার দিকে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পাশের সড়কে অতর্কিতভাবে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তার ওপর হামলা চালায়। তারা তার পথরোধ করে বেধড়ক মারধর করে, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
আশঙ্কাজনক অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই বর্বরোচিত ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক সমাজ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।