
নওগাঁ, আত্রাই থেকে মোঃ আব্দুস ছালাম:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সকাল ১১টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “আজকের বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ প্রমুখ।