চলতি বছরের ঈদুল ফিতরে টেলিভিশন পর্দায় প্রচারিত হতে যাচ্ছে শাকিব খান অভিনীত সুপারহিট সিনেমা ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাটি দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। খবরটি নিশ্চিত করেছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।
দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন,
“দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘তুফান’ সম্প্রচার করা হচ্ছে। আশা করি, দর্শকরা দারুণ উপভোগ করবেন।”
আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ার শাকিল বলেন,
“‘তুফান’ শুধু প্রেক্ষাগৃহেই নয়, ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার এটি টেলিভিশন দর্শকদের জন্য বিশেষ উপহার হতে যাচ্ছে। আশা করছি, বিশাল দর্শকের জন্য এটি হবে এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।”
২০২৪ সালের ১৭ জুন মুক্তি পাওয়া ‘তুফান’ প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটিতে শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা।
এই ঈদে দীপ্ত টিভিতে ‘তুফান’, তৈরি থাকুন বিনোদনের ঝড় উপভোগ করতে!