
স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির:
সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকদের উদ্যোগে গঠিত আবাহনী স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ২০তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের প্রথম কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রহমত আলী, সহ-সভাপতি রাজু চৌধুরী ও আবুল হাসনাত সবুজ, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সহ-সাধারণ সম্পাদক শুভ দাশ মনি, রজত দাশ রুবেল, সাংগঠনিক সম্পাদক অমিত দাস এবং সহ-সাংগঠনিক সম্পাদক সালামত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নন্দন দাস, ফাল্গুনী দাস, অঙ্গন দাস, সজীব দাস, চৈতি দাস, শান্ত দাস, হাসান, আদিল মাহমুদ তাকি, নিলয় সহ আরও অনেকে।
আবাহনী স্পোর্টিং ক্লাব বিগত ২০ বছর ধরে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে মহান বিজয় দিবস পালন করে আসছে। এ উপলক্ষে আয়োজন করা হয় সাধারণ জ্ঞান, চিত্রাংকন, পিঠা প্রতিযোগিতা, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্লাবটি প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।