
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন এলাকায় জসিম হাং ঘাট সংলগ্ন একটি গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী রতন জানান, গত রাত আনুমানিক ৩টার দিকে চোরেরা গরুগুলো ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় শব্দ শুনে তাদের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, চোরেরা ট্রলারে করে তার গরুগুলো নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।