
ঈদে মিলাদুন্নবী পালনে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদের আয়োজন
রিয়াদ হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার
পবিত্র ১২ই রবিউল আউয়াল ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ বাংলাদেশ, গোমদন্ডী ফুলতল শাখার উদ্যোগে ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার পবিত্র আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মেহমান-এ-আলা হিসেবে তশরিফ আনেন ঐতিহাসিক সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান খানদানে গাউছুল আজম সুলতানপুরীর রাহবার ও পীরে তারিকত শায়খ সৈয়দ আবুল মকসুম মুহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (বাবাজান কেবলা)।
প্রধান বক্তা হিসেবে বয়ান প্রদান করেন কুরআন ও সুন্নাহভিত্তিক কুমিল্লা খিলাতলা দরবার শরীফের পীর সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা বাকী বিল্লাহ আল-আযহারী ও বিশিষ্ট আলেমেদীন মুজাহীদে মিল্লাত মাওলানা মুহাম্মদ সেলিম হোসেইন আশরাফী আল-কাদেরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশেকানে গাউছিয়া সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সুফী মওলানা সামশুল আলম আল-কাদেরী এবং সভাপতিত্ব করেন সুফী লিয়াকত আলী সওদাগর, উপদেষ্টা আশেকানে গাউছিয়া সুলতানপুরী ট্রাস্ট।
মাহফিলে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ বাংলাদেশের বিভিন্ন শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।