নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: মোঃ মনির হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০ নম্বর সারেংকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে গত ২১ এপ্রিল এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি মো. গোলাম আযম আছলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য ডা. আব্দুল্লাহিল মাহমুদ, উপজেলা আমির আবুল কালাম আজাদ, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা সোহরাব হোসেন জুয়েল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদসহ উপজেলা কর্ম পরিষদ ও মজলিসে শূরার সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বহু বছর পর মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারায় তারা শুকরিয়া আদায় করছেন। তারা জুলাই আন্দোলনে শহীদদের জন্য দোয়া করেন এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “১৩ বছর কারাভোগের পর তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।”
বক্তারা আরও বলেন, “আবরার হত্যাকাণ্ড, ৫ মে শাপলা চত্বরে আলেমদের ওপর হামলা এবং অন্যান্য ঘটনায় আমরা বিচার চাই। হাসিনা শতাব্দীর নিষ্ঠুরতম শাসক। ইনশাআল্লাহ, এসব হত্যার বিচার হবে।”
তারা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন, যারা ইসলামের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, “আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট ইনশাআল্লাহ।”