মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
বৈষম্য ছাত্র আন্দোলনের এক দফা এক দাবিতে সরকার পতন হয়েছে কাল। তারপর থেকেই রাজশাহী জেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসায় ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং অফিসে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ও লুটপাট হয়েছে। এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (নগর ভবন) ভবনে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায় সোমবার বিকেল ৫ টায় একটি দল মিছিল নিয়ে নগর ভবনের প্রবেশ করে। তারপরে তারা সেখানে ভাঙচুর এবং অগ্নিকাণ্ড ঘটায়। পরে জনগণ নগর ভবন থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়।
নগর ভবনে থাকা একটি লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভাঙচুর করে তিনটি গাড়ি আগুনে পুড়ে ছাইখার হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। এবং দীর্ঘদিন ৩ থেকে ৪ ঘন্টা পরে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।