ঢাকা: জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, কোরবানির ঈদের হাটে তার নামে গরু বিক্রি হওয়ার ব্যাপারে তার কোন আপত্তি নেই। বরং তিনি মনে করেন, এটি তার জনপ্রিয়তারই প্রমাণ।
সংবাদ মাধ্যমের কাছে জায়েদ খান বলেছেন, “আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেছেন, “কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।”
জায়েদ খান আরও বলেছেন, “আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।”
তিনি বলেছেন, “কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।”
জায়েদ খান তার জীবনের একটি কোরবানি ঈদের ঘটনাও শেয়ার করেছেন। তিনি বলেছেন, “একবার কোরবানির ঈদের জন্য একটা ছাগল কিনে গাড়ির পেছনে উঠাই। আমার ড্রাইভার না বুঝেই গাড়ির ওই দরজা খুলে দেয়। আর ছাগলটা সুযোগ পেয়ে লাফ দিয়ে বাজারের ভেতরে দৌঁড় শুরু করে।”
“এসময় একটু মুচকি হেসেই জায়েদ বলেন, যেহেতু সেলিব্রেটি তাই ওই সময় ছাগল ধরতে আমি তো আর পিছু নিতে পারছি না। আমার ড্রাইভার ছাগলটা ধরতে দৌঁড় দিতে শুরু করে। এদিকে মেইন রাস্তায় গাড়ি স্টার্ট দেয়া। এমন অবস্থায় আমি গাড়িতে বসে আছি। সে এক অন্যরকম অভিজ্ঞতা।”