গাইবান্ধা জেলা প্রতিনিধি, মো :আহসান হাবীব
*গাইবান্ধা:* ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী (বিদ্যুৎ) তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ৫’শ ৯৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জননেতা তৌহিদুল ইসলাম মন্ডলকে (১৮ হাজার ৭৪ ভোট) পরাজিত করেন।
*ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী:*
* আবু ফরহাদ মন্ডল (তাল প্রতীক): ২৪ হাজার ৩’শ ৬ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত।
* তার প্রতিদ্বন্দ্বী এস এম রফিকুল ইসলাম মন্ডল (রিপন টিউবওয়েল প্রতীক): ২০ হাজার ৭’শ ৮৪ ভোট পেয়েছেন।
*মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীর জয়:*
* মোছা. আনোয়ারা বেগম: ২১ হাজার ৯’শ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত।
* তার প্রতিদ্বন্দ্বী রিক্তা বেগম: ১৭ হাজার ৮’শ ৬৭ ভোট পেয়েছেন।
*নির্বাচনে ভোটার উপস্থিতি:*
* মোট ভোটার: ২ লাখ ২৩ হাজার ২০৯ জন
* ভোট প্রদানকারী: ৬৭,৫২৭ জন (৩০.১৫%)
*শান্তিপূর্ণ নির্বাচন:*
* রিপোর্ট অনুযায়ী, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
* কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
*উল্লেখযোগ্য তথ্য:*
* আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী (বিদ্যুৎ) উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান।
* এটি তৃতীয়বারের মতো তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।