
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর তিনটার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে সড়কে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লা সদর উপজেলার রাজাপাড়া এলাকার মৃত আব্দুর জব্বারের মেয়ে সুরাইয়া আক্তার (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মৃত মন্ত মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩)।
অভিযান সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। পরে দুইজনকে উদ্ধারকৃত মাদকসহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার তদন্ত ওসি তানভীর আহাম্মদ জানান, ‘বৃহস্পতিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’