
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার লাউজানী কমপ্লেক্সে উপজেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। তিনি বলেন, “বর্তমানে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। আসন্ন নির্বাচনে সকল রুকন ভাই-বোনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আগামী রুকন সম্মেলন আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্যকে নিয়ে আয়োজন করবো।” তিনি আরও বলেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলন সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৬, যশোর–২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন; ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ; উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম; অধ্যাপক মশিউর রহমান; উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান এবং পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক; পানিসারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন; শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি প্রভাষক আলমগীর কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনবৃন্দ।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, বাৎসরিক কর্মপরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।