
পটুয়াখালী প্রতিনিধি: মোঃ শামীম
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। চিঠিতে উভয় উপজেলার সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে ভিপি নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা প্রকাশ করে এবং কেন্দ্রীয় বিএনপির সদ্য বহিষ্কৃত নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করেন।
এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দুই উপজেলা কমিটি বিলুপ্ত করে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।