
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সিলেট: সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এনা এসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিট থেকে ৮টার মধ্যে ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের বুরাইরগাঁও এলাকার আলমপুর গ্রামসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৫৭৪) ও যশোরগামী একটি পিকআপ (যশোর ন-১১-১১০২) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ৮ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও ধারণজয় কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।