
স্টাফ রিপোর্টার: শ্রী মোহন চন্দ্র
জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ আরাফাত রহমান কোকো স্মরণে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের সভাপতি ও যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মোমেনা বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, যুবদল নেতা মামুন মন্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজল এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন নুরুজ্জামান হোসেন, মোঃ হাবিব হোসেন, মোরসালিন, সোহান, রায়হান, তামিম ও শিহাব হোসেন।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ৮টি ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মাঠে নামে বেতগাড়ী আদিবাসী ছাত্র পরিষদ বনাম উচাই স্বপ্নছায়া আদিবাসী একাদশ।
টুর্নামেন্ট তিন দিনব্যাপী চলবে এবং ক্রীড়া প্রেমীদের মধ্যে উত্তেজনা ও আনন্দের পরিবেশ তৈরি করবে।