
প্রতিবেদক:
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর-২ আসনের অন্তর্গত সালথা থানার বল্লভদী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক এবং শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকশা মার্কার এমপি পদপ্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী ধলা হুজুর। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন— জনগণের অধিকার আদায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা ও কথা সরাসরি শোনার ক্ষেত্রে উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উঠান বৈঠক ও দোয়া মাহফিল জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক ঐক্য গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।