
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৪ জন ইউপি সদস্যসহ মোট ৬ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
আলোচনা সভা শেষে যোগদানকারীরা ফুল দিয়ে প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকারী ৬ জন হলেন—
মিন্টু মেম্বার, বাদল মেম্বার, ইকবাল হোসেন মেম্বার, মতি মেম্বার, কামাল মির ও জাফর মির।