
মাধবপুর প্রতিনিধি:ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী প্রতীক ‘মোমবাতি’–র সমর্থক ও কর্মীদের মামলা, হামলা ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের হুমকি দেওয়া হচ্ছে।
বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন। লাইভে গিয়াস উদ্দিন তাহেরী বলেন,
“কথা পরিষ্কার—জনগণের রায়কে মূল্যায়ন করতে হবে। আর না হলে দেশপ্রেমিক জনগণ আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে। ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, তাঁর কর্মীদের উদ্দেশ্যে ‘ডেভিল হান্ট’ চালানোর ভয় দেখানো হচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত ও অনিশ্চিত করে তুলছে।
গিয়াস উদ্দিন তাহেরী দাবি করেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চালানো সত্ত্বেও পরিকল্পিতভাবে তাঁর সমর্থকদের দমন করার চেষ্টা চলছে। তিনি প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।