
মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
জনস্বাস্থ্যের সঙ্গে ভয়ংকর অপরাধের দায়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাগারে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কাজী ইমরান (পিতা: আ. রাজ্জাক কাজী), গ্রাম: আদমপুর, মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার দোকান থেকে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা ও অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়। এ ধরনের কাজ শুধু আইন লঙ্ঘন নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে নিষ্ঠুর প্রতারণা—যা মানবতার বিরুদ্ধে সরাসরি অপরাধ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্যের সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে—কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।
অভিযানে সহযোগিতা করে—
উপজেলা প্রশাসন, মুকসুদপুর
উপজেলা তথ্যকেন্দ্র, মুকসুদপুর
গোপালগঞ্জ জেলা প্রশাসন
উপজেলা কৃষি অফিস, মুকসুদপুর