
মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলাধীন মধুখালী উপজেলার বাগাট উত্তরপাড়া গ্রামের মানিক মোল্লা ও আছিয়া বেগমের ছেলে জামাল উদ্দিনকে ছিনতাই চেষ্টার অভিযোগে আটক করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকায়। জানা যায়, দুই তরুণী অটোরিকশাযোগে ভাঙ্গা রাস্তার মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে যাত্রী সেজে একই অটোরিকশায় উঠে বসে জামাল উদ্দিন। অটোটি বান্ধব পল্লী এলাকা অতিক্রম করে আলিপুর কবরস্থানের পূর্বে পৌঁছালে হঠাৎ তিনি এক তরুণীর গলায় থাকা স্বর্ণের চেইন টান মেরে ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।
তরুণীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পালানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে এলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওইসব এলাকায় পুলিশের নজরদারি ও টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।