
মাহফিলের মাঠে শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, যশোর
আমার সকাল ২৪
যশোরের শ্যামকুড় বুঝতলা বাজারে অনুষ্ঠিত মাহফিল চলাকালে এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাতে মাহফিলের ভিড়ের মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষে তার মৃত্যু নিশ্চিত হয়। তবে কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে—তা এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মৃত শিশু হাসাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী আহাদের ছেলে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।