
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে তারা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেওয়ায় তারা কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন। তারা আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার সারাদিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বিস্তৃত আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বরও একই দাবিতে সারা দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনুরূপ কর্মসূচি পালন করেছিলেন।