
বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে খাবারের অনুপযোগী মসলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রিনি স্টোরের দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযান পরিচালনায় সহায়তা করে বগুড়া জেলা পুলিশের একটি টিম।
অভিযানে রিনি স্টোরে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও খাবারের অনুপযোগী বিভিন্ন ধরনের মসলা মজুদ রাখার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং দুটি গোডাউন সিলগালা করা হয়।
এছাড়া নেহা এন্টারপ্রাইজ-এ অনুপযোগী খাদ্যপণ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শনে অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, “খাদ্যে ভেজাল, অনিয়ম বা জনস্বার্থবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”