
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
টোকিও, ৯ জানুয়ারি – জাপানের কিং ‘কাজু’ কাজুয়োশি মিউরা ৫৯ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলতে শুরু করেছেন। শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি নতুন ক্লাব ফুকুশিমা ইউনাইটেড এফসি-তে যোগদানের ঘোষণা দেন।
কাজুয়োশি বলেন, “বয়স যত বাড়ছে, ফুটবলের প্রতি ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। আমি এবছর ৫৯, তবুও উৎসাহ কমছে না, বরং বাড়ছে।” তিনি বর্তমানে ইয়োকোহামা এফসির হয়ে লোনে ফুকুশিমা ইউনাইটেডে খেলবেন।
১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করা কাজুয়োশি ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও জাপানে খেলেছেন। ২০১৭ সালে ৫০ বছর বয়সে গোল করে ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসের রেকর্ড ভাঙেন।
তিনি জানিয়েছেন, ৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। বর্তমান সময়ে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হলেও, মিশরের এজেলদিন বাহাদার ৭৪ বছর বয়সে খেলেছেন গিনেস বুকে নাম লিখিয়ে।