
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করেছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নবীগঞ্জ থানার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় শেখ লিপাই মিয়ার পারিবারিক কবরস্থানের গেইটের সামনে পাকা রাস্তায় অবস্থানরত একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ২৯২ কার্টুনে মোড়ানো মোট ১৪,০১৬ (চৌদ্দ হাজার ষোল) পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। সাথে চোরাই কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
আটককৃত চোরাকারবারিকে ডিবি পুলিশ হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।