সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন এক ঘোষণায় জানায়, আগামী বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছিল। খালি চোখে হোক বা দূরবীনের মাধ্যমে, চাঁদ দেখার জন্য লাখ লাখ মুসল্লি আকাশে চোখ রেখেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, এদিন চাঁদ দেখা যায়নি।
এর ফলে, সৌদিতে এবার রমজান মাস ৩০ দিনের হবে। গত বছর দেশটিতে ২৯ দিনের রমজান শেষে ঈদ উদযাপিত হয়েছিল।
সৌদি আরবের ঈদ অনেক দেশের জন্য ঈদের দিন নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশসহ অনেক দেশ সৌদি আরবের ঈদের পরের দিন ঈদ উদযাপন করে।
তাই ধারণা করা হচ্ছে, বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার উপর নির্ভর করবে।
ঈদের প্রস্তুতি ইতিমধ্যেই দেশজুড়ে জোরালোভাবে শুরু হয়েছে। নতুন জামাকাপড় কেনা, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ঈদের খাবার তৈরির প্রস্তুতি – সবকিছুতেই ব্যস্ত আছেন মানুষ।
আশা করা হচ্ছে, আগামী ঈদ সকলের জন্য আনন্দ ও শান্তির বার্তা নিয়ে আসবে।
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
২ thoughts on "সৌদি আরবে ঈদ কবে জানা গেল"