
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
গাজীপুর, ৫ জানুয়ারি: জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদি সোমবার এই নির্দেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ থাকলেও পরে পুলিশ ফরোয়ার্ডিং প্রতিবেদনে এটি ২০ বছর দেখানো হয়েছে। এর ফলে বয়সের অসঙ্গতি দেখা দিয়েছে। মামলার শুনানিতে আসামিপক্ষ কোনো আইনগত আপত্তি তোলে নি, তবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।
আদালত মন্তব্য করেছে, এই পরিস্থিতি তদন্তকারী কর্মকর্তার গাফিলতি ও দায়িত্বহীনতার প্রতিফলন। মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ জরুরি। তাই আদালত আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে আসামির জাতীয় পরিচয়পত্র বা অনলাইন যাচাইকৃত জন্মনিবন্ধন সনদসহ আদালতে উপস্থিত হয়ে বয়সের অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে, আদালত তাহরিমা জান্নাত সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছিলেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে সোমবার এই জামিন অনুমোদন করেন।