শার্শা উপজেলা প্রতিনিধি: মোঃ জাকির হোসেন
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ সতেরো হাজার আটশত (২,১৭,৮০০) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স জব্দ করেছে ৪৯ বিজিবি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিজিবির যশোর ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদর, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় যৌথভাবে এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে উল্লেখিত বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
জব্দকৃত ভারতীয় পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানায় বিজিবি।