
ফরিদপুরের সালথা (প্রতিনিধি মোঃ শাহীন হাওলাদার):
ফরিদপুর জেলার সালথা উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৫) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম, বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী।
অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।