
মোঃ মেহেদী হাসান
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪ (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় দেশের খ্যাতনামা ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের থানার রোডে অবস্থিত তামিম ইলেক্ট্রনিক্সে এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সেলস ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ফিরোজ আলম, ডিভিশন সেলস ম্যানেজার জহিরুল ইসলাম জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তামিম ইলেক্ট্রনিক্স সালথা বাজারের সত্ত্বাধিকারী সাহেব মাতুব্বরও এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় ডিলার ও শোরুমের সত্ত্বাধিকারী সাহেব মাতুব্বর জানান, “ওয়ালটন বাংলাদেশের একটি জনপ্রিয় ও খ্যাতিমান ইলেকট্রনিক্স ব্র্যান্ড। ফরিদপুর জেলায় এটিই প্রথম এক্সক্লুসিভ শোরুম। এখান থেকে গ্রাহকরা ওয়ালটনের সকল পণ্য সহজে ও সুবিধাজনকভাবে ক্রয় করতে পারবেন।”