
নিউজ ডেস্ক,আমার সকাল ২৪
সাতক্ষীরার তালায় বাসচাপায় নাজমুল হাসান রানা (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাইকগাছা-ঢাকা সড়কের তালা উপজেলার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রানা জাতপুর থেকে মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ‘লিটন ট্রাভেলস’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রানা’র মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।