
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান |
জাতীয় সংসদ ভবনের প্রধান গেট থেকে খামারবাড়ি ও বিজয় সরণি পর্যন্ত প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এতে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে।
গাবতলী, শ্যামলী, ধানমন্ডি থেকে আগত যাত্রীরা মহাখালী ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা–গাজীপুরমুখী অফিসে যেতে গিয়ে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকছেন।
প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই এলাকায় যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর না হওয়ায় পরিস্থিতি আরও অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত সুপরিকল্পিত ট্রাফিক ম্যানেজমেন্ট না নিলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল একেবারেই অচল হয়ে পড়বে।