মোঃ জিহাদ মিয়া
স্টার্ফ রিপোর্টার গাইবান্ধা জেলা।
গাইবান্ধা, 01 মে 2024: গাইবান্ধার সাঘাটা উপজেলায় আন্তর্জাতিক মে দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও উপজেলা ভূমিহীন সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত করা হয়।
বুধবার সকালে উপজেলা শহরের বিভিন্ন স্থান থেকে শুরু হওয়া র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাঘাটা উপজেলা পরিষদ ময়দানে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন রানা। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।
অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। সরকারের উচিত শ্রমিকদের জন্য নীতিমালা তৈরি করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল, নিজেরা করী সংগঠনের সমন্বয়ক মেজবাউদ্দীন, রিক্সা শ্রমিক সভাপতি মমতাজুর রহমান, নিজেরাকরী নারী নেত্রী সূমিত্রা রাণী, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, ফিরোজ কবির ভূট্টো, রেজাউল করিম, সন্তোষ কুমার বর্মণ প্রমুখ।
পরে সমাবেশে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়।
এই সংবাদটি সম্পর্কে আপনার মতামত কী?